এতদ্দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুর-এর উপপরিচালক মহোদয় এবং নিম্নস্বাক্ষরকারীর নাম, ছবি ও পদবী ব্যবহার করে কিছু অসাধুচক্র ত্রাণ দেয়ার প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনসাধারণের নিকট হতে বিভিন্ন তথ্য চাচ্ছে এবং জনসাধারণকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে বলে জানা যাচ্ছে। ত্রাণ দেয়া হবে মর্মে তথ্যটি সম্পূর্ণরূপে গুজব।
শহর সমাজসেবা কার্যালয়, টঙ্গী, গাজীপুর ও সমাজসেবা অধিদপ্তরাধীন কোন অফিস এ ধরনের ত্রাণ কার্যক্রম পরিচালনা করে না। ত্রাণ কার্যক্রম সমাজসেবা অধিদফতরে কোন কার্যক্রম নয়, এ ধরনের কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের।
এসব অসাধু চক্রের ফাঁদে না পড়ার জন্য সকলকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
বি.দ্র. এ বিষয়ে ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস